পরিবেশ বাঁচিয়েই করুন পুজো! গনেশ পুজোয় এই কথা মাথায় রেখেই করে ফেলুন পরিকল্পনা

গনেশ পুজোর পরিকল্পনা করুন একটু ভিন্ন স্বাদের

সামনেই পুজো, পরিবেশের কথাও মাথায় রাখুন

পরিবেশ দূষণ এড়াতে রইল কয়েকটি টিপস

কেমিক্যাল জল না গেলে তা থেকে দূষণের মাত্রা বাড়ার সম্ভাবনা কমে যাবে

/ Updated: Aug 26 2019, 07:16 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সামনেই গনেশ পুজো। তা নিয়েই এখন ব্যস্ততা তুঙ্গে। ঠাকুর অডার দেওয়া থেকে শুরু হয়ে আনন্দ আয়োজন। হিসেব নিকেশের তালিকা থেকে বাদ পড়ে না কিছু। যা বাদ পড়ে তা হল পরিবেশ সচেতনতা। তবে ঠাকুর নিরঞ্জনের সময় জল দূষণের কথা মাথায় রাখেন কজন! 

পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই এবারের পরিকল্পনা হোক খানিকটা ভিন্ন। যা জল দূষণ রোধ করতে সক্ষম। তৈরি করে ফেলুন চকলেট গনেশ। বেশ কয়েকবছর ধরে এই গনেশের প্রথা চলছে মুম্বইতে। ট্রি গনেশ পুজো করতে পারেন। একটি মাটির পাত্রে এটিকে রেখে জল দিয়ে ধুয়ে দিলেই তা থেকে গাছ বেড়বে পরবর্তীতে। মাটির গনেশ পুজো করুন। কৃত্রিম নিরঞ্জন ট্যাঙ্কও বানিয়ে ফেলতে পারেন।