ত্বক থেকে চুলের চর্চা, দেখুন নিম ফুলের ম্যাজিক

জ্যোতিষ বলে- বাড়ির উত্তর দিকে নিমগাছ মানেই বাড়ির সদস্যদের মধ্যে ইতিবাচক ভাবনা সঞ্চার। কিন্তু এ তো সনাতন ভাবনা। বি়জ্ঞানসম্মত ভাবেই এই গাছের বহুবিধ ব্যবহার ২০০০ বছর ধরে মানুষের সভ্যতাকে রক্ষা করেছে। সালোকসংশ্লেষের ফলে বাড়তি অক্সিজেন সরবরাহ করা তো আছেই, মানুষের নিত্য অসুখ-বিসুখে সহায় এই নিম। 

/ Updated: May 28 2022, 12:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জ্যোতিষ বলে- বাড়ির উত্তর দিকে নিমগাছ মানেই বাড়ির সদস্যদের মধ্যে ইতিবাচক ভাবনা সঞ্চার। কিন্তু এ তো সনাতন ভাবনা। বি়জ্ঞানসম্মত ভাবেই এই গাছের বহুবিধ ব্যবহার ২০০০ বছর ধরে মানুষের সভ্যতাকে রক্ষা করেছে। সালোকসংশ্লেষের ফলে বাড়তি অক্সিজেন সরবরাহ করা তো আছেই, মানুষের নিত্য অসুখ-বিসুখে সহায় এই নিম। 
নিমপাতা নামটা শুনলেই গায়ে জ্বর আসে অনেকেরই। কিন্তু নিমপাতার উপকারিতা জানলে হয়তো চমকে যাবেন অনেকেই। নিমের ডাল, পাতা  সবই কাজে লাগে। নিমের কাঠ খুবই শক্ত হয়, তাই নিম গাছে উইপোকা বাসা বাঁধে না। স্বাস্থ্যের জন্য দারুণ কার্যকরী এই নিমপাতা, এর পাশাপাশি সৌন্দর্যেও অনেক গুণ রয়েছে নিমের। 

হজম শক্তিকে শক্তিশালী করতে নিম ফুল খান। আপনি সিরাপ আকারে একটি পানীয় প্রস্তুত করে এই ফুল পান করতে পারেন।

নিম ফুল দিয়ে লিভার সুস্থ রাখা যায়। নিয়মিত খালি পেটে নিম ফুল চিবিয়ে খান। এটা শরীরে দারুণ কাজ দেয়। 

ত্বকে উজ্জ্বলতা পেতে নিম ফুল থেকে তৈরি ফেসপ্যাক লাগাতে পারেন। এটি ত্বকের দাগ দূর করার পাশাপাশি ব্রণের সমস্যাও দূর করতে পারে।

ডায়াবেটিস রোগীদের জন্য নিম ফুল খুবই উপকারী। এটিতে অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে, যা আপনাকে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে।