করোনা কালে ভার্চুয়াল উপহারই একমাত্র ভরসা, শিক্ষক দিবসের আগে বেছে নিন এই ৫ উপহারের মধ্যে একটি
করোনার জেরে এখন অনলাইন ক্লাস হচ্ছে সকলের। এবার শিক্ষক দিবসে তাই শিক্ষককে দিন ভার্চুয়াল উপহার। শিক্ষক দিবসে শিক্ষককে দিতে পারেন ই-কার্ড। অনেক অ্যাপ রয়েছে যেখানে এই রকম ই-কার্ড বানানো যায়। শিক্ষককে একটি মেমরি বুক উপহার দিতে পারেন। যেখানে রাখতে শিক্ষকের সঙ্গে আপনার ছবি এবং বন্ধুদের সঙ্গে ছবি। শিক্ষককে একটি ভিডিও বানিয়েও দিতে পারেন। যার মধ্যে দিয়ে ছোট ছোট বেশ কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন। আপনার শিক্ষক কি বই পড়তে পছন্দ করেন? তবে আপনি আপনার শিক্ষককে ই-বুকও উপহার হিসাবে দিতে পারেন।
করোনার জেরে এখন অনলাইন ক্লাস হচ্ছে সকলের। এবার শিক্ষক দিবসে তাই শিক্ষককে দিন ভার্চুয়াল উপহার। শিক্ষক দিবসে শিক্ষককে দিতে পারেন ই-কার্ড। অনেক অ্যাপ রয়েছে যেখানে এই রকম ই-কার্ড বানানো যায়। শিক্ষককে একটি মেমরি বুক উপহার দিতে পারেন। যেখানে রাখতে শিক্ষকের সঙ্গে আপনার ছবি এবং বন্ধুদের সঙ্গে ছবি। শিক্ষককে একটি ভিডিও বানিয়েও দিতে পারেন। যার মধ্যে দিয়ে ছোট ছোট বেশ কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন। আপনার শিক্ষক কি বই পড়তে পছন্দ করেন? তবে আপনি আপনার শিক্ষককে ই-বুকও উপহার হিসাবে দিতে পারেন।