ক্রিপ্টোকারেন্সি পরিকল্পনা থেকে পিছু হঠল ফেসবুক, দেখুন টেক টুডে

প্রযুক্তি দুনিয়ার টুকরো সব খবর

ক্রিপ্টোকারেন্সি-র পরিকল্পনা থেকে আপাতত পিছুটান ফেসবুকের

মার্কিন প্রশাসনের আপত্তিতে-ই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে 

ভারতে এল এক অত্যাধুনিক স্মার্ট টিভি

/ Updated: Jul 16 2019, 09:09 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বেশ ঘটা করেই ক্রিপ্টোকারেন্সি লেনদেনের কথা ঘোষণা করেছিল ফেসবুক। এর জন্য অনলাইনে ক্রিপ্টোকারেন্সি-র সংস্থা লিব্রা-র সঙ্গেও গাঁটছাড়া বাধার কথা ঘোষণা করেছিল মার্ক জুকারবার্গ-এর সংস্থা। কিন্তু, শেষপর্যন্ত ক্রিপ্টোকারেন্সি প্রকল্প থেকে পিছু হঠল ফেসবুক। যদিও তারা পিছু হঠার কথা স্বীকার করেনি, বরং ঘুরিয়ে বলা হয়েছে এই নিয়ে কিছু সমস্যা আছে। সেগুলি দূর হয়ে গেলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে তারা কাজ শুরু করবে। খবর মার্কিন প্রশাসন সরাসরি ক্রিপ্টোকারেন্সি নিয়ে ফেসবুকের অতি সক্রিয়তাকে আক্রমণ করেছিল। তারা জালিয়েই দিয়েছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন-এর কোনও স্বচ্ছতা নেই। মনে করা হচ্ছে মার্কিন প্রশাাসনের মনোভাব আঁচ করেই আপাতত এই প্রকল্পে দাড়ি টেনেছে ফেসবুক।