প্রযুক্তি জগতের টুকরো খবর, দেখুন টেক টুডে

  • ভুল বাগ ট্রিগার করে দেওয়াতে ফেসবুক বিশ্বজুড়ে অচল হয়ে পড়েছিল
  • এটা রুটিন রক্ষণাবেক্ষণের সময় হয়েছিল। এমনটা জানিয়েছে ফেসবুক
  • তবে, এই মুহূর্তে সমস্যা কাটিয়ে বিশ্বজুড়েই ফেসবুক সচল হয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে এই বয়ানে
  • প্রযুক্তি দুনিয়ার এমন সব খবর নিয়েই দেখুন টেক টুডে

/ Updated: Jul 05 2019, 09:38 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফেসবুক জানিয়েছে বিশ্বজুড়ে তাদের পরিষেবা এখন স্বাভাবিক। রুটিন রক্ষণাবেক্ষণের সময় ভুল করে একটি বাগ ট্রিগার করে দেওয়াতে বিশ্বজুড়ে ফেসবুক গ্রাহকরা সমস্যায় পড়েছিলেন। এদিকে, অস্ট্রেলিয়ায় স্যামসাঙ-এর বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগ, স্যামসাঙ তাদের মোবাইলকে ওয়াটার প্রুফ বলে দাবি করছে। কিন্তু, মোবাইল ফোন জলে চুবিয়ে দিলেই তা খারাপ হয়ে যাচ্ছে। স্যামসাঙ দাবি করেছে, তারা কোনও মিথ্যা প্রচার করেনি। প্রয়োজনে আইনি পথেই এর মোকাবিলা করা হবে। প্রযুক্তি দুনিয়ার এমনই সব খবর নিয়ে এখন দেখুন টেক টুডে।