জন্মাষ্টমী তিথিতে দেশ জুড়ে উৎসব! এই পাঁচটি জায়গায় মহাসমারহে পালিত হয় শ্রীকৃষ্ণজয়ন্তী
জন্মাষ্টমী তিথিতে দেশ জুড়ে উৎসব
জন্মাষ্টমী দিনটি গোকুলাষ্টমী,কৃষ্ণাষ্টমী, অষ্টমী রোহিণী নামে পরিচিত
সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী
বিষ্ণুর অবতারগুলির মধ্যে কৃষ্ণ অবতারেই জন্ম নেন বাল গোপাল
কোথায় গোপাল বেশে কোথাও আবার কৃষ্ণ বেশে, জন্মাষ্টমী তিথিতে দেশ জুড়েই পালন করা হয় কৃষ্ণ জন্ম তিথি। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন জন্মাষ্টমী পালন করা হয়। সারা দেশ এই দিনে উৎসব মেতে ওঠে।
এরই মধ্যে বিশেষ করে যে পাঁচটি জায়গায় মহাসমারহে পালিত হয় এই দিন সেগুলো হল, মথুরা- এখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। গোকুল- জন্মের দিন রাতেই তাঁকে গোকুলের নন্দরাজার বাড়িতে নিয়ে আসা হয়। বৃন্দাবন- গোকুল থেকে খানিক দূরে অবস্থিত বৃন্দাবনেই রাসলীলায় মেতে থাকতেন শ্রীকৃষ্ণ। দারোকা, এখানেই ভগবান শ্রীকৃষ্ণের রাজত্ব ছিল, বলরাম তা নির্মাণ করেছিলেন। মুম্বই, এখানে এই উৎসব পালন করা হয় ধুমধামে, সবথেকে বেশি নজর কাড়ে দহি হাণ্ডি-রীতি।