৩৭৭ ধারার ঐতিহাসিক রায় ঘোষণার এক বছর, জেনে নিন এর নেপথ্যের ইতিহাস

৩৭৭ ধারার ঐতিহাসিক রায়ের এক বছরভারতের বুকে এই রায় ঘোষণার আগে পার করা হাজারও পথব্রিটিশ আমুলে একে অবৈধ বলে ঘোষণা করা হয়জেনে নিন কিছু ইতিহাস

Share this Video

সমকামীতার সম্পর্কে নানা জল্পনার পর অবশেষে তা বৈধ বলে ঘোষণা করা হয় ভারতে। ২০১৮ সালে ৬ সেপ্টেম্বর এই ঐতিহাসিক রায় প্রকাশ্যে আসার পরই বদলে গিয়েছিল মানুষের ধ্যান ধারনা। কিন্তু এই আইনের পেছনে ছিল অনেক ইতিহাস। আজ ফিরে দেখা যাক এর সূচনা কোথায়। 

১৮৬০ সালে ব্রিটিশ শাসনের আমলে প্রথম এই সমকামের সম্পর্ককে আইনগতভাবে অবৈধ বলে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এই সম্পর্ককে সম্পূর্ণ অপ্রাকৃতিক বলেও জানিয়ে দেওয়া হয়। তবে থেকেই সমকামের সম্পর্ককে বৈধ করার লক্ষ্য একশ্রেণির মানুষ ক্রমেই লড়াই চালিয়ে যায়। 

Related Video