সুপার মার্কেটে বাজার করছেন, জেনে নিন শুরুটা করেছিলেন কারা

শপিং-এর চিরাচরিত ধ্যান ধারনা ভেঙেছিল পিগলি উইগলিএনেছিল প্রথম প্রিন্টেড বিলপছন্দ করে কেনা যেত জিনিসজেনে নিন কিছু ইতিহাস

Share this Video

১৯১৬ সালে তৈরি করা হয়েছিল পিগলি উইগলি। প্রথম এই মার্কেটই বদলে দিয়েছিল বাজার করার ধরন। এর আগে দোকানে গিয়ে কেবল মাত্র প্রয়োজনীয় জিনিসের তালিকা দিয়ে দেওয়া হল। সেই অনুযায়ী জিনিস দিয়ে দিতেন দোকানদার। এতে সমস্যাও ছিল অনেক।

কখনও দাম বেশি নেওয়া, কম জিনিস দেওয়া এমন নানা বিষয় বচসা হত। কিন্তু দোকানে ঢুকে নিজের প্রয়োজনীয় জিনিস পছন্দ করে হাতে তুলে নিয়ে কেনার প্রথা প্রথম চালু করেছিল এই পিগলি উইগলি। সঙ্গে তারাই প্রথম এনে ছিল প্রিন্ট করা বিলও।

Related Video