কী ভাবে ভিটামিন ডি সংগ্রহ করবেন, জানুন এই পদ্ধতিগুলি

  • লাইফস্টাইলে এমন কিছু বিষয় আছে যা আমাদের নিত্য কাজে লাগে 
  • বিশেষ করে ত্বক ও শারীরের যত্ন নেওয়াটা লাইফস্টাইলের অন্যতম অঙ্গ
  • এই বিভাগে এমন কিছু জিনিসের সন্ধান মেলে যা জেনে নিলে উপকারই হয় 
  • ডেইলি লাইফস্টাইলের এই এপিসোডে এমন কিছু বিষয় রয়েছে যা জানাটা জরুরি
/ Updated: Jul 12 2019, 11:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভিটামিন ডি কীভাবে পাবেন, তা জেনে রাখাটা খুবই জরুরি। বিশেষ করে হাড়ের মজবুতি রক্ষা করতে ভিটামিন ডি প্রয়োজন। আবার ভিটামিন ডি-এর অভাবে হাড়ের জয়েন্টের ব্যথা শুরু হয়ে যেতে পারে। সুতরাং ভিটামিন ডি-এর উৎসগুলি জেনে রাখাটা খুবই দরকার। কমলালেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। রোজ সকালে এক গ্লাস করে কমলালেবুর রস খাওয়াটা খুবই প্রয়োজনে। বিশেষ করে যাদের ভিটামিন ডি-এর অভাবে আছে, তাদের তো আরও বেশি করে কমলালেবুর রস পাণ করা দরকার। গরুর দুধেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি মেলে। কারও গরুর দুধ খেতে অসুবিধা থাকলে দই খেতে পারেন।