রূপের জাদুতে নজর কাড়তে চান! মেকাপ ব্যাগে রাখুন এই পাঁচটি জিনিস

মেকা নিয়ে মনের খুঁত খুঁতানি দূর করুনসঙ্গে রাখুন পাঁচটি জিনিসপাঁচটি ধাপে সেরে ফেলুন মেকাপনজর কাড়তে মেকাপ করুন চটজলদি 

Share this Video

মেকাপ নিয়ে সচেতন কম বেশি সকলেই। তাই চটজলদি নজর কাড়া লুক পেতে ঠিক কী কী সঙ্গে রেখা প্রয়োজন অনেকেই তা বুঝতে পারেন না। এমনই অবস্থায় প্রথমিক পাঁচটি জিনিস হাতের কাছে রাখলেই বাজিমাত।
মেকাপ ব্যাগে রাখুন, ময়েশ্চরাইজার, ফাউন্ডেশন, ব্রাশ, আইলাইনার ও ব্লাস। যেকোনও ধরনের মেকাপের ক্ষেত্রে ময়েশ্চরাইজার সব থেকে ভালো বেস হিসেবে কাজ করে। অনেক ব্রাশ কিংবা তুলিরও প্রয়োজন নেই। প্রাথমিক দুতিনটি ব্রাশ থাকলেই তা দিয়ে মেকাপ ত্বকের বসিয়ে নেওয়া যায়। তবে আই লাইনারে যদি কোনও সমস্যা থাকে তবে সঙ্গে রাখতে পারেন কাজল পেনসিল। 

Related Video