মধুর ব্যবহারে এই উপকারগুলি পেতে পারেন, দেখুন ডেইলি লাইফস্টাইল
- লাইফস্টাইলে এমন কিছু বিষয় আছে যা আমাদের নিত্য কাজে লাগে
- বিশেষ করে ত্বক ও শারীরের যত্ন নেওয়াটা লাইফস্টাইলের অন্যতম অঙ্গ
- এই বিভাগে এমন কিছু জিনিসের সন্ধান মেলে যা জেনে নিলে উপকারই হয়
- ডেইলি লাইফস্টাইলের এই এপিসোডে এমন কিছু বিষয় রয়েছে যা জানাটা জরুরি
মধুর রোজকার ব্যবহারে রয়েছে নানা উপকারিতা। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি। বিশেষ করে রুক্ষ ত্বকে মধু লাগালে উপকার পাওয়া যায়। এতে ত্বক নরম ও মোলায়েম হয়। এছাড়া রোজ মধু খেলে বুদ্ধির বিকাশ ও মনাসিক সংযোগ বিকাশে তা সহায়ক বলে দাবি করা হয়েছে একাধিক বিজ্ঞান ভিত্তিক সমীক্ষায়। মধু রাতভর হওয়া কাশীকে নিয়ন্ত্রণেও কাজে লাগে। মধু-তে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তাই ক্ষত সারাতেও মধু অপরিহার্য। খুশকির প্রতিকারেও মধু কাজে লাগে। রুক্ষ চুলকে মোলায়েম করতেও এর অবদান রয়েছে।