Asianet News BanglaAsianet News Bangla

পাবজি প্রেমীদের মুখে হাসি ফুটিয়ে আবারও ফিরছে পাবজি, কবে ফিরছে পাবজি দেখে নিন

Nov 21, 2020, 5:24 PM IST

গোটা বিশ্বে এখন মোবাইল গেমের রমরমা চলছে বলাই যায়। বাচ্চা থেকে বুড়ো সবাই এখন একরকম গেমের প্রতি আসক্ত। আর সেই গেমের মধ্যেই যে নামটা এখন শীর্ষে রয়েছে সেটা হল পাবজি। গত সেপ্টেম্বর মাসে বেশ কিছু চিনা অ্যাপ বন্ধ হয়ে যায় ভারতে। সেই সময়েই ভারতীয়দের দুটি পছন্দের অ্যাপ প্রথমে টিকটক ও পরে পাবজিও ছিল সেই তালিকায়। সেই সময় মোট ২২৮ টি চিনা অ্যাপ নিষিদ্ধ হয় ভারতে। যাতে মন খারাপ হয়ে গিয়েছিল অনেকেরই। তবে ব্যান হয়ে যাওয়ার পরেও নানা উপায়ে পাবজি প্রেমীরা তাদের খেলা চালিয়ে যাচ্ছিলেন। পরে একেবারেই বন্ধ হয়ে যায় পাবজি, যাতে ঘুম উড়েছিল অনেকেরই। এবার পাবজি ভারতে আসতে চলেছে শুধুমাত্র ভারতীয় পাবজি প্রেমীদের জন্য। তবে ঠিক কবে আবারও ফিরতে পারে পাবজি সে বিষয়ে এখনও সঠিক কোনও তথ্য মেলেনি। তবে আশা করাই যায় পাবজি প্রেমীদের মুখে হাসি ফিরিয়ে আবারও ফিরবে পাবজি। পাবজি মোবাইল ইন্ডিয়া নাম নিয়ে এবার ফিরছে পাবজি। ২০ তারিখ পাবজি ভারতে আসার কথা থাকলেও তা হয়নি। তবে পাবজি মোবাইল ইন্ডিয়ার ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে পাবজির নয়া টিজার, যা আশার আলো দেখাচ্ছে পাবজি প্রেমীদের। তবে কি নতুন বছরেই ফিরবে পাবজি, তাই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। 

Video Top Stories