Asianet News BanglaAsianet News Bangla

কী নেল আর্ট করবেন এবার পুজোয়, অর্কজার সঙ্গে দেখে নিন পুজো স্পেশাল নেল আর্ট

Oct 2, 2021, 2:04 PM IST

হাতে গোনা আর মাত্র কটা দিনের অপেক্ষা। পুজোর শপিং (Durga puja 2021) এখন প্রায় শেষের দিকে। গত বছরের পর এবছরও করোনা (Corona virus) আবহে পুজো নিয়ে তেমন উন্মাদনা না থাকলেও পুজো শপিং মাস্ট। সেই সঙ্গেই পুজোয় নিজেকে সবার সেরা করে তুলতে কে না চায়। অনেকই থাকেন যারা নোখ নিয়ে বিশেষ যত্নবান হন। তাই পুজো স্পেশাল নেল আর্ট (Nail art) করা চাই। এশিয়ানেটের সঙ্গে অর্কজা শেয়ার করলেন তাঁর পুজো স্পেশাল নেল আর্ট কেমন হবে। তাঁর পছন্দও ধরা পড়ল এশিয়ানেটের ক্যামেরায়।

Video Top Stories