রোজ ডে-এর বিশেষ দিনে ত্বকের যত্নে ব্যবহার করুন গোলাপ

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি দিনটি রোজ ডে হিসাবে পালিত হয়, এই দিনটি সকলের কাছেই খুব স্পেশাল। গোলাপ তবে প্রেম নিবেদন ছাড়াও ত্বকের যত্ন করার জন্য ব্যবহার করতে পারেন। গোলাপের টোনার ত্বকের জন্য খুবই ভালো।

Share this Video

হাতেগোনা আর মাত্র কটা দিন, তারপরেই ভ্যালেন্টাইন্স ডে। এই বিশেষ দিনটার জন্য সকলেই অপেক্ষা করে থাকে। কাছের মানুষের সঙ্গে এই দিনটা কাটাতে সবাই চায়। আর এই ভ্যালেন্টাইন্স ডে-এর আগেই আসে রোজ ডে। এই দিনটায় অনেকেই নিজের কাছের মানুষ গোলাপ উপহার হিসাবে দেন। অনেকে আবার গোলাপ দিয়ে নিজের মনের কথা জানান এই দিনে। এই দিন থেকেই শুরু হয় ভ্যালেনটাইন উইক। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি দিনটি রোজ ডে হিসাবে পালিত হয়, এই দিনটি সকলের কাছেই খুব স্পেশাল। গোলাপ তবে প্রেম নিবেদন ছাড়াও ত্বকের যত্ন করার জন্য ব্যবহার করতে পারেন। গোলাপের টোনার ত্বকের জন্য খুবই ভালো। বাড়িতেই গোলাপ দিয়ে টোনার বানিয়ে তা ব্যবহার করতে পারেন। গোলাপের ফেস মাস্কও ব্যবহার করতে পারে। গোলাপ জল, গোলাপের পাঁপড়ি, হলুদ বেটে ব্যবহার করতে পারেন। প্রতিদিন শুতে যাওয়ার আগে গোলাপ জলের সঙ্গে দুধ মিশিয়ে তা ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন।

Related Video