প্রযুক্তির রকমারি খবর নিয়ে দেখুন টেক টুডে
- বিশ্ব জুড়ে তাদের প্রোডাক্টকে ছেয়ে দিতে চাইছে রেডমি
- রিয়ালমি খুব শীঘ্র-ই তাঁদের সস্তার ফোন-কে ভারতের বাজারে ছাড়তে চলেছে
- ফায়ারফক্স সৌদি আরব সরকারকে ব্লক করার সিদ্ধাান্ত নিয়েছে
- প্রযুক্তির এমনই সাত সতেরো খবর নিয়ে দেখুন টেক টুডে
আজ বিশ্বজুড়েই রেডমি তাদের মোবাইল ফোনের বাজার বিস্তার করেছে। এরমধ্যে ভারত চিনা এই মোবাইল প্রস্তুতকারক সংস্থার কাছে অন্যতম বড় বৈদেশিক বাজার। সম্প্রতি রেডমি যে দুটি নতুন মডেল বারতের বাজারে ছেড়েছে তার বিক্রি আকাশছোঁয়া জায়গায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ভারতের বাজারে প্রবেশ ঘটেছে রিয়ালমি-রও। তারা এবার ভারতের বাজারে নিয়ে আসছে সংস্থায় অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত মোবাইল ফোন। এদিকে, সৌদি আরব সরকারের সিদ্ধান্তে অখুশি ফায়ারফক্স সংস্থার মূল সংস্থা মোজিলা। সৌদি আরব সরকারের তথ্যপ্রযুক্তি নীতিতে প্রবল ক্ষুব্ধ হয়ে সে দেশের সরকারকে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে, আইবিএম তাদের ক্লাউড ব্যবসাকেও বিক্রি করার চেষ্টা করছে।