পতাকার বাজার মন্দা নিউ মার্কেটে, হতাশার সুর বিক্রেতাদের গলায়

  • দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম স্বাধীনতা দিবস
  • তবে পতাকার বাজার মন্দা নিউ মার্কেটে
  • খুশি নন নিউ মার্কেটের ব্যবসায়ীরা
  • একইভাবে রাখির বাজারও মন্দা এই চত্ত্বরে

Share this Video

প্রতি বছরের মত এবছরও মহা সমারহে কলকাতা সহ সারা দেশ জুড়ে সর্বত্র পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। তবে বাজারে মন্দা, পতাকার বিক্রি প্রায় নেই বললেই চলে। মাথায় হাত পড়েছে নিউ মার্কেটের বিক্রেতাদের। রাস্তায় বেরলেও দেখা মিলছেনা ছোট ছোট ব্যবসায়ীদের। তবে শুধু পতাকারই নয়, বাজার মন্দা রাখিরও। তবে ইতিমধ্যেই পুজোর কেনা কাটা শুরু হয়ে গিয়েছে এখনই। অথচ পতাকার বিক্রি নেই বললেই চলে। ফলে হতাশার সুর পতাকা বিক্রেতা থেকে শুরু করে রাখি বিক্রেতার গলায়। 

Related Video