প্রযুক্তি দুনিয়ার সাত-সতেরো খবর, দেখুন টেক টুডে

  • প্রযুক্তি দুনিয়ার নানা খবর 
  • তথ্য প্রযুক্তি থেকে শুরু করে মোবাইল দুনিয়া
  • রয়েছে সোশ্যাল মিডিয়া জগতের নানা খবর 
  • এমন সব খবরের দুনিয়া টেক টুডে

Share this Video

কিন্ডলে এসে গিয়েছে আরও নতুন প্রযুক্তি। এতে এই ই-বুক রিডার ট্যাব অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি ও নিরাপদ বলেই দাবি করা হয়েছে। ইনস্টাগ্রাম অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছে এক নতুন ফিচার। এর ফলে ইনস্টা ব্যবহারকারীরা তাদের পোস্টিং-এ কটা লাইক পেয়েছেন তা দেখতে পাবেন না। টুইটারও নিয়ে এসেছে নতুন এক ফিচার। এর নাম হাইড রিপ্লাইস। নেটফ্লিক্স এবার ভারতে নিয়ে আসছে এক বিশেষ মোবাইল। এতে তাদের ব্যবসা আরও বৃদ্ধি পাবে বলেই আশা করছে নেটফ্লিক্স। 

Related Video