জয়ের পর দেব-এর লক্ষ্যে এখন উন্নয়ন

  • জয়ের পর দেব-এর লক্ষ্যে উন্নয়ন
  • ভারতী ঘোষের অভিযোগে কী জানালেন দেব
/ Updated: May 23 2019, 09:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঘাটালে জয়ী তৃণমুল প্রার্থী দেব। ১,৪৭,৪০৭ সংখ্যক ভোটে এগিয়ে ঘাটাল কেন্দ্রকে পুনরায় নিজের দখলে রাখলেন তিনি। ফল ঘোষণার পর ঘাটাল গণনা কেন্দ্রে উপস্থিত থেকে অভিনন্দন জানালেন সকল বিজেতা প্রার্থীদের। সঙ্গে জানালেন, সকলে মিলে এক সঙ্গে কাজ করতে হবে। আগামী পাঁচ বছরে দেব-এর লক্ষ্যে কেবলই উন্নয়ন।

ঘাটালের মানুষ পুনরায় ভরসা রেখেছেন দেব-এর ওপর। বিশেষ করে কেশপুর জনসাধারণের ভোটে বিপুল সাড়া মেলায় বেজায় খুশি তিনি। জানান, বরাবরই কেশপুরের মানুষ তার পাশে থেকেছেন। যদিও ভোট কাউন্টে ২০১৪ সালের  লোকসভা নির্বাচনে অধিক ভোটে জয়ী হয়েছিলেন দেব, কিন্ত তার মতে এবার অনেকেরই ভোট কমেছে। ভারতী ঘোষ অনেক পরিশ্রম করেছিলেন।

অপরদিকে ভারতী ঘোষের মতে, ভোটগ্রহণে নাকি স্বচ্ছতার অভাগ ছিল ঘাটালে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেব প্রকাশেই জানান এই বিষয় নজর রাখার জন্য নির্বাচন কমিশন আছেন, পুলিশও আছেন, প্রয়োজনে অভিযোগও জানাতে পারেন ভারতী ঘোষ।