Republic Day-তে চরম বিতর্ক! জাতীয় পতাকা উত্তোলনে বাঁধা RPF-এর, চাঞ্চল্য Nabadwip-এ
Nadia News Today: পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ RPF-এর বিরুদ্ধে। নবদ্বীপ (Nabadwip) ধাম স্টেশন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন টোটো চালকেরা। অভিযোগ সংগঠনের পতাকা উত্তোলন দেখেই ক্ষিপ্ত হয়ে যায় RPF। যদিও RPF এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দেয়। RPF-এর দাবি স্টেশনের সামনে যত্রতত্র টোটো রাখা বারণ করতেই এই বচসা।