কোতোয়ালির নুর এখন বরকত ঘরানার কাঁটা

  • কোতোয়ালি-তে এবার রাজনৈতিক বিভাজন
  • বরকতি ঐতিহ্য-কে পেছনে ফেলে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মৌসম বেনজির নুর
  • মৌসম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিশ্বাসঘাতকতা-ই করেছেন বলে মনে করা হচ্ছে

Share this Video

বরকত গণিখান চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে এবার ভোট প্রচার শুরু করলেন মৌসম বেনজির নুর। তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি এবারও মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার মাসখানেক আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন মৌসম নুর। তাঁর এই দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমন মিত্র প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। 

নিজের অবস্থানে অবশ্য অনড় মৌসম। তাঁর সাফ কথা কংগ্রেসে থেকে কোনও লাভ হচ্ছিল না। মানুষের জন্য কাজ করা যাচ্ছিল না। তাঁর মতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য সবচেয়ে ভালো কাজ করছেন. তাই তাঁর হাত তিনি ধরেছেন. মৌসমের এই বয়ানে অবশ্য মোটেও খুশি নয় মালদহ উত্তর লোকসভার কংগ্রেসীরা। তাঁদেরও পরিস্কার কথা মৌসম সাংসদ হলেও তাঁকে সেভাবে এলাকাতেই দেখা যায় না। শুধুমাত্র মামা গণিখান চৌধুরী এবং মা রুবি নুরের সুনাম ভাঙিয়ে জিতে আসছেন। এবারের ভোটে কংগ্রেস তাঁকে প্রার্থী করত কি না তা নিয়ে সন্দেহ ছিল। তাই পরিস্থিতি সবুঝেই আগে থেকে নাকি দল বদল করেছেন মৌসম। এমনটাই বলছেন এলাকার মানুষ।

Related Video