গোয়ালঘর থেকে উদ্ধার হল ময়াল সাপ, আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের খাজরা এলাকায়

  • পশ্চিম মেদিনীপুরের খাজরা এলাকায় গোয়াল ঘর থেকে উদ্ধার হল সাপ 
  • এত বড় সাপ দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়
  • পরে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়
  • এক নজরে দেখেনিন সেই ভিডিও

Share this Video

গোয়ালঘর থেকে উদ্ধার হল ময়াল সাপ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী থানার খাজরা এলাকা থেকে উদ্ধার হয় সাপটি। বিশাল আকারের ময়াল সাপটিকে গোয়ালঘরে আটকে রেখে গ্রামবাসীরা বনদপ্তরে খবর দেয়। পরে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর সুত্রে জানা গিয়েছে ৬ ফুট লম্বা এই সাপটির ওজন সাড়ে নয় কেজি। কয়েকদিন আগে কেলেঘাই নদীতে জল বাড়ার কারনে নদীতে ভেসে এই এলাকায় চলে আসে সাপটি। সাধারনত পাশের রাজ্য ঝাড়খণ্ডে দেখা যায় এই ধরনের সাপ। সাপটিকে উদ্ধার করে হিজলী ফরেস্ট রেসকিউ সেন্টারের পাঠানো হয়েছে। 

Related Video