দীঘায় ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, লকডাউনেও ভিড় পর্যটকদের

  • দীঘায় জলোচ্ছ্বাস দেখতে পর্যটকদের ভিড়
  • লকডাউন-কে তোয়াক্কা না করেই রাস্তায় মানুষ
  • মাস্ক পরেনি অনেকেই
  • গভীর নীম্নচাপের জেরেই এমন জলোচ্ছ্বাস

Share this Video

লকডাউনেও মুখে নেই মাস্ক, জলোচ্ছ্বাস দেখতে ব্যস্ত দীঘার পর্যটকরা। গভীর নীম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই দীঘা সহ জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। তারপরে কিছুদিন আগেই ছিল কৌশিকি অমাবস্যা। আর সেই কারণেই দীঘায় শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাস দেখতেই ভিড় জমিয়েছেন পর্যটকেরা। এদিকে আজ লকডাউন তবে এইরকম জলোচ্ছ্বাস দেখা থেকে বিরত থাকেননি কেওই। যাদের মধ্যে অনেকের মুখেই নেই মাস্ক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল আগেই। কেউ যাতে সমুদ্রে না নামে সেই দিকেও কড়া নজর রেখেছে নুলিয়া ও পুলিশকর্মীরা।


Related Video