ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News
বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। কলকাতা যাবার পথে টংতলা থেকে গ্রেফতার সাত জন ডাকাত। ধৃতদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, তালা ভাঙ্গা যন্ত্র, লোহার গ্রিল কাটা যন্ত্র ও ধারালো অস্ত্র ও অতিরিক্ত নম্বর প্লেট। পুলিশ সূত্রে খবর ডাকাতির পর গাড়ির নম্বর প্লেট বদলে পালিয়ে আসার ছক ছিল ধৃতদের। ধৃত সাত জনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
Read More