
Adhir Ranjan Chowdhury: ‘TMC-র জন্য কত ছাত্রী ইজ্জত হারিয়েছে হিসেব নেই!’ কসবা কাণ্ডে বিস্ফোরক অধীর
Adhir Ranjan Chowdhury News: সাংবাদিকদের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। কসবা কাণ্ডে তৃণমূলকে (TMC) তুলোধোনা অধীরের। ‘বাংলার সব কলেজেই এইরকম কারবার চলে’ । ‘তৃণমূলের জন্য কত ছাত্রী নিজেদের ইজ্জত খইয়েছে কলেজে জানি না’ । দেখুন আর কী বলছেন অধীর রঞ্জন চৌধুরী।