Agnimitra Paul: ‘২৫০০০ চাকরি বাতিলের দায়ি মমতাকেই নিতে হবে!’ মমতাকে কাঠগড়ায় তুললেন অগ্নিমিত্রা পাল

| Updated : Apr 04 2025, 05:00 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

Agnimitra Paul: ২৬ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। SSC-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। এর জেরে মমতাকে (Mamata Banerjee) কাঠগড়ায় তুললেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ‘২৫০০০ চাকরি বাতিল হওয়ার দায়ি মমতাকে নিতে হবে’ । ‘যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে মমতা তাদের বাঁচানোর চেষ্টা করছেন’ । ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত’ । দেখুন আর কী বললেন বিজেপি নেত্রী।

Related Video