
Asha Workers Protest: কলকাতার পথে রুখে দেওয়া হল আশা দিদিদের! এর প্রতিবাদে জেলায় জেলায় তীব্র অশান্তি
Asha Workers Protest News: কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বাধা পেলেন আশা দিদিরা। মেছেদা, নন্দকুমার সহ একাধিক জায়গায় পুলিশি বাধায় আশা দিদিরা। শিয়ালদহ থেকে ধর্মতলামুখী মিছিল আটকানো হলো KMC-এর সামনে। এর প্রতিবাদে জেলায় জেলায় আশা কর্মীদের ক্ষোভ।