
Canning News: কী সাঙ্ঘাতিক! ১৫ বছর ধরে ভারতবাসী সেজে ঘুরছিল এই বাংলাদেশি!
Canning News: ক্যানিং (Canning) থানায় ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। ভারতীয় সেজে ভারতে বসবাস করছিলেন প্রায় ১৫ বছর ধরে। অভিযুক্তের কাছ থেকে মিলেছে বাংলাদেশের ভোটার কার্ড। সূত্রের খবর অভিযুক্ত বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা এবং ভারতে তৈরি করিয়েছেন একাধিক নথি।