
Bihar Election: বিহারের উপ-মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা! RJD-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Bihar Election: বিহারে প্রথম দফার ভোটে তীব্র উত্তেজনা। আক্রান্ত লক্ষীসরাই আসনের উপ-মুখ্যমন্ত্রী এবং বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহা। তাঁর কনভয় লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর, জুতো। RJD সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজয় কুমার সিনহার।