
মাত্র ২০ টাকায় বিরিয়ানি, পোলাও-চিকেন কষা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বনগাঁর একটি স্কুলের ফুড ফেস্টিভ্যাল
Food Festival : বিরিয়ানি, পোলাও, ফুচকা থেকে শুরু করে ঘুগনি, মোমো আরও কত কী। এগুলোই বিক্রি হচ্ছে বনগাঁ রাখাল দাস ছয়ঘড়িয়া হাই স্কুলের ফুড ফেস্টিভ্যালে। আর এত রকম খাবার পাওয়া যাচ্ছে নাম মাত্র দামে। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।