
SIR West Bengal News: মুখ্যমন্ত্রীকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যরাতে নির্বাচন দপ্তর ঘিরে BJP-র বিক্ষোভ!
SIR West Bengal News: মধ্যরাতে উত্তর কলকাতার বিজেপি (BJP) কর্মীদের নির্বাচন দপ্তর ঘিরে বিক্ষোভ। বিজেপির দাবি SIR প্রক্রিয়া বন্ধ করা যাবে না। BLO-দের বিক্ষোভ শাসকঘনিষ্ঠদের ষড়যন্ত্র বলে অভিযোগ বিজেপির। তমগ্ন ঘোষ ও সজল ঘোষের নেতৃত্বে হয় এই বিক্ষোভ।