Canning-এর শান্ত গ্রামে তীব্র চাঞ্চল্য! বাঁশবাগানের পুকুরে পেটি কে পেটি… আতঙ্ক গোটা এলাকায়
South 24 Parganas News Today: ক্যানিং-এর (Canning) জীবনতলা (Jibantala) এলাকায় বাঁশ বাগানের পুকুর থেকে বোমা উদ্ধার। ঘটনাস্থলে উপস্থিত জীবনতলা থানার পুলিশ। এত বোমা কী করে আসলো তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।