
Operation Sindoor: 'আমার পুত্রবধূ আমাদের সকলকে গর্বিত করেছে', মন্তব্য কর্নেল সোফিয়ার শ্বশুরের
Operation Sindoor: অপারেশন সিঁদুর সম্পর্কে কর্নেল সোফিয়া কুরেশির ব্রিফিংয়ের পর তাঁর শ্বশুর মশাই ঘৌসাসব বাগেওয়াদি বললেন আমার পুত্রবধূ আমাকের সকলকে গর্বিত করেছে। গ্রামের লোকেরা আমার সাথে দেখা করছে এবং আমাকে অভিনন্দন জানাচ্ছে।