
Baguiati কালী মন্দিরে দুঃসাহসিক চুরি! মূর্তির সোনার গয়না লোপাট, সিকিউরিটিই কি বিশ্বাসঘাতক?
North 24 Parganas News: বাগুইহাটির (Baguiati) কালী মন্দিরে সোনার গয়না চুরি ঘিরে চাঞ্চল্য। মন্দিরের তালা ভেঙে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি। সূত্রের খবর ১৪ বছর আগেও এই মন্দিরে চুরি হয়েছিল। দু’জন সিকিউরিটি গার্ড থাকতেও কীভাবে চুরি হয় তা নিয়ে প্রশ্ন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।