
প্রেমিকের বৌভাতের দিন হাজির প্রেমিকা! হুলস্থুল কাণ্ড, ছুটে আসল পুলিশ
Panskura : বৌভাতের দিন প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক তরুণী, চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পীতপুর এলাকায়। অভিযোগ, চার বছর আগে দাসপুরের সামাটের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পীতপুরের সঞ্জয় মাইতি।