
নকল ফোনপে স্ক্রিনশট দেখিয়ে প্রতারণা! পুলিশের জালে প্রতারক
Habra News Today : নকল ফোনপে অ্যাপের স্ক্রিনশট দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন রুধীন্দ্রনাথ মান্না নামে এক ব্যক্তি। হাবড়ার একটি সোনার দোকানে অনলাইনে পেমেন্টের ভুয়ো প্রমাণ পাঠিয়ে গয়না ডেলিভারি নেন তিনি। পরে ফের আরও ৮ লক্ষ টাকার অর্ডার দিয়ে ধরা পড়ে যান। হাবড়া থানায় অভিযোগ দায়েরের পর, তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে বাগুইহাটি থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি দোকানের গয়না উদ্ধার হয়েছে। বারাসাত আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ।