রাতের অন্ধকারে তাণ্ডব! আবাসনের সামনেই গ্যাংস্টার রাজেশ সিংকে নিশানা, আতঙ্কে Howrah-র Liluah

Share this Video

Howrah Latest News Today: হাওড়ার (Howrah) লিলুয়ায় (Liluah) আবাসনের সামনে চলল তাণ্ডব। রাজেশ সিংকে টার্গেট করে বাইকে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় রাজেশ সিংকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। সূত্রের খবর পুরনো খুনের মামলার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ সিং। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Related Video