
Hooghly News: খবর করতেই রাতে ফোন করে সাংবাদিককে হুমকি! পথে নামল সংবাদজগত
Hooghly News: আরামবাগের (Arambagh) এক সাংবাদিককে টোটো ইউনিয়নের নেতার ফোনে হুমকি। রাতে টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে প্রতিবেদন করছিলেন সাংবাদিক। এরপরই সাংবাদিককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তর গ্রেফতারির দাবি জানিয়ে থানায় হাজির প্রেস ক্লাবের প্রতিনিধিরা। প্রতিবাদী গান গাইতে পথে নামলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাউল শিল্পী।