76th Republic Day-তে জমকালো Hooghly-র চুঁচুড়া! জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালন হলো আজকের দিন
৭৬ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপন হল হুগলি (Hooghly) জেলা প্রশাসনের উদ্যোগে। রবিবার সকালে চুঁচুড়ার (Chinsurah) সেন্টাল গ্রাউন্ডে হয় জাতীয় পতাকা উত্তোলন। উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য। কুচ আওয়াজের মধ্য দিয়ে আজকের এই দিনটাকে পালন করা হয়।