
প্রেম কোনো সীমান্ত মানে না! রাজনৈতিক টানাপোড়েন উপেক্ষা করেই Bangladesh-এ বিয়ে করলেন India-র যুবক!
ভারতের (India) অনির্বান মহাপাত্র ও বাংলাদেশী (Bangladeshi) সঞ্চিতা ঘোষের সম্পর্ক গড়ে ওঠে কলেজে পড়ার সময়। রাজনৈতিক অস্থিরতার মাঝেও প্রেমের প্রতিশ্রুতি রক্ষা করতে সঞ্চিতাকে বিয়ে করতে মাগুরায় গেলেন অনির্বান। বিয়ে সম্পন্ন করে নবদম্পতি পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলেন। যদিও ভিসার সমস্যার জন্য সঞ্চিতার পরিবার ভারতে আসতে পারেন না।