
পাক মদতপুষ্ট সন্ত্রাসের শেষ হল শুরু! অ্যাকশান মুডে মোদী , পহেলগাঁও কাণ্ডের পর ভারতের পাল্টা হানা!
Kashmir Pahalgam Attack Update: পহেলগাঁও কাণ্ডের (Pahalgam) পর মোদীর (Narendra Modi) অ্যাকশান শুরু। শুক্রবার অনন্তনাগ (Anantnag) থেকে ত্রাল পর্যন্ত অভিযান শুরু হয়েছে। সন্দেহভাজন স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করা হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir)।