বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-১ | দেখুন কী বলছেন আর্থিক উপদেষ্টা কৌশিক ঘোষ | EXCLUSIVE
কথায় আছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। কিন্তু আজকের দিনে শুধুমাত্র বাণিজ্য করলেই হবে না, তার সঙ্গে সেই বাণিজ্য বজায় রাখার জন্য করতে হবে বিনিয়োগ-ও। বিনিয়োগ শব্দটা শুনলে অনেকের মাথায় অনেক কিছু আসে। কেউ পুরাতনী প্রথায় ভরসা রাখেন। কেউ বা নৌকো ভাসান শেয়ার বাজারের সমুদ্রে। কোনটা ভালো, কোনটা খারাপ তা নিয়ে বিস্তর তর্ক হতে পারে। আমরা ভালো বা খারাপ কিছুই বলব না। শুধু দেখিয়ে দেব সোজা পথ, যাতে আপনার বিনিয়োগ করা মূলধন বহুগুন হয়ে ফেরত আসে আপনার পুঁজি হয়ে। বিনিয়োগই হয়ে উঠুক আপনার ভবিষ্যতের পাথেয় যাতে আপনি আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারেন। প্রতি সপ্তাহে নজর রাখুন এশিয়ানেট নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে। কারণ আমরা বলছি, বিনিয়োগে বসতে লক্ষ্মী।
Read More