
ISF News: মহুয়া গড়ে TMC ছাড়ার হিড়িক! নদিয়ায় শাসক দলকে বড় ধাক্কা দিল ISF
ISF News: ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে (TMC) সংখ্যালঘু ভোট ব্যাংকে বড়সড় ভাঙন। দুর্নীতির প্রতিবাদে তৃণমূল ছেড়ে ISF-এ যোগদান করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ শতাধিক তৃণমূল কর্মী। পলাশীপাড়া বিধানসভা এলাকার ঘটনা।