Kargil Vijay Diwas 2025 : ৬৩৬ শহিদের নাম, ১১ বিপ্লবীর ছবি! গাঁথলেন শহিদদের নাম নিজের শরীরে

Share this Video

Kargil Vijay Diwas 2025 : দেশের প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব পথে হেঁটেছেন ইন্দোরের অভিষেক গৌতম। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের শরীরে ট্যাটু করিয়েছেন ৬৩৬ জন শহিদ সেনার নাম। শুধু নামই নয়, নিজের পিঠে আঁকিয়েছেন ১১ জন মুক্তিযোদ্ধার ছবি। এছাড়াও রয়েছে নানা মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি। অভিষেক জানান, তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম যেন শহিদদের অবদান কখনও না ভুলে। তাঁর মতে, এ শুধু ট্যাটু নয়, এক চলমান স্মৃতিসৌধ। দেশপ্রেমের এমন নিঃস্বার্থ প্রকাশ সত্যিই অনুপ্রেরণাদায়ী।

Related Video