
‘ওঁ চোর ওঁর চোদ্দগুষ্টি চোর!’ নাম না নিয়েই Manik Bhattacharya-কে ধুয়ে দিলেন Mahua Moitra
পলাশিপাড়ায় (Palashipara) সভায় এসে বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) একহাত নিলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিধায়ক মানিক ভট্টাচার্যের নাম না নিয়েই তীব্র আক্রমণ মহুয়া মৈত্রের। ‘ওঁ চোর ওঁর বৌ চোর ওঁর ছেলে চোর ওঁর চোদ্দগুষ্টি চোর’ । বিধায়কের বিরুদ্ধে মামলা ও চার্জশিট হয়েছে বলেও দাবি করেন মহুয়া’ । দেখুন আর কী বললেন মহুয়া মৈত্র।