
Makar Sankranti 2026: মকর স্নান ঘিরে জয়দেব কেঁদুলিতে উৎসবের আবহ! অজয় নদীর তীরে উপচে পড়া ভিড়
Makar Sankranti 2026: মকর সংক্রান্তি উপলক্ষে সকাল থেকে মানুষের ভিড় জয়দেব কেঁদুলি মেলার অজয় নদীর তীরে। বীরভূমের বিভিন্ন জায়গা থেকে মানুষ আজ ভিড় জমিয়েছেন মকর স্নানের জন্য। পূর্ণার্থীরা মকর স্নান করে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিচ্ছেন। পুলিসের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হয়েছে।