
টোটো রেজিস্ট্রেশন নিয়ে উত্তপ্ত গোটা মালবাজার! অবরোধের হুঁশিয়ারি টোটো চালকদের
North Bengal: জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে (Malbazar) টোটো রেজিস্ট্রেশনকে ঘিরে উত্তেজনা চরমে। সরকারি নির্দেশে ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এই নিয়েই ক্ষোভ চালকদের। WB সিরিজ নম্বর ও অতিরিক্ত ফি কোনোমতেই মানবেন না বলে জানান চালকেরা।