
Train Fire: মালদাগামী ট্রেনের পিছনের ইঞ্জিনে বিধ্বংসী আগুন! চালকের তৎপরতায় রক্ষা পেল শতাধিক প্রাণ
Train Fire News: শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন। আগুন লক্ষ্য করে চালককে দ্রুত ফোন করেন গার্ড। ট্রেন থামিয়ে যাত্রীদের দ্রুত নামিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দমকল বাহিনী দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ঘটনায় কোনও যাত্রী বা কর্মীর ক্ষতি হয়নি বলেই জানা যায়।