
Nabanna Abhiyan: ‘বলছে আমাকে অভয়ার মতো করে দেবে!’ পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ Rekha Patra-র
Nabanna Abhiyan: অভয়া কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। রেখা পাত্রের (Rekha Patra) সঙ্গে তুমুল বচসা পুলিশের। টেনে পুলিশের ব্যারিকেড খুলে ফেলেন রেখা পাত্র। ‘আমার পোশাক ছেঁড়ার চেষ্টা করা হয়েছে’ । ‘পুলিশ বলেছে আমার অভয়ার মতো অবস্থা করে দেবে’ । বিস্ফোরক অভিযোগ রেখা পাত্রের।