
Nadia News: SIR শুনানিকে ঘিরে রণক্ষেত্র হাঁসখালি! ব্লক অফিসে BJP TMC-র চরম ধাক্কাধাক্কি, ব্যপার কী?
Nadia News: নদীয়ার (Nadia) হাঁসখালি ব্লক অফিসে SIR শুনানি চলাকালীনই উত্তেজনা। বিজেপি-তৃণমূলের (BJP vs TMC) মধ্যে চরম ধাক্কাধাক্কি। বিজেপির অভিযোগ তৃণমূলের কর্মীরা শুনানির বিরোধিতা করে বিক্ষোভ দেখায়। দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও তৃণমূল সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।