
গ্রেফতার কুখ্যাত 'বাঘা'! তৃণমূল নেতা খুনে তদন্তে চাঞ্চল্যকর মোড়
Uttarpara : কানাইপুরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের হাতে। আজ সকালে বাঁকুড়ার সোনামুখি থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত বাঘা ওরফে ভোলানাথ দাসকে। এই মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই বাঘার ভাই বিশা ওরফে বিশ্বনাথ দাস ও বারাসাত-শাসন থেকে দুই ভাড়াটে খুনিকে হেফাজতে নিয়েছে পুলিশ।